ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে নেমে কাউছার নামে ১৪ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের ৮ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কাউছার স্থানীয় সিরাজ মিস্ত্রির বাড়ির মো: খালেদের পুত্র। নিখোঁজের ৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১ জুলাই শুক্রবার দুপুর বারোটার দিকে স্থানীয় দুই কিশোর মিলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী ধুরুং খালে গোসল করতে যায়। দুইজন একত্রে পানিতে ডুব দেয়ার এক পর্যায়ে কাউছার জানায় কে যেন তার পা ধরে টানছে। বিষয়টি কাউছারের সাথে থাকা অপর কিশোর দৌড়ে গিয়ে পরিবারকে জানায়। তৎক্ষনাৎ পরিবারের লোকজন এসে খোঁজাখুজি করতে থাকে। পরে হদিস না পেযে ফটিকছড়ি থানা পুলিশ ও ফাযার সার্ভিসকে খবর দেয়া হয়। দীর্ঘ চার ঘন্টা ধরে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা মিলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।