‘‘বড় ভাই মানে, বাবার দ্বিতীয় ছায়া।’’ বাবার অনুপস্থিতিতে যিনি গড়ে তুলেন পরিবারকে। সেই বড় ভাইয়ের হাতে টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে খুন হলো ছোট ভাই সালামত আলী (৫০) ।
তবে এখানে শেষ নয় ছোট ভাইকে আঘাত করে নিজেও যেন হয়েছেন মর্মাহত। ঘটনার পর পর ভাবি সাজিয়া বেগম (৪৫) কে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার বিকালে এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে চাপাতলী গ্রামে । ওই রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নামে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
আরো পড়ুন; পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলী (৫৮), ছেলে আরাফাত ওরফে এরফান (১৯)কে গ্রেফতার করে ।
নিহতের ছেলে আব্দুর রহমান জানায়, আমার বাবা বসতভিটায় টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ বসাতে গেলে আমার জেঠা মোহাম্মদ আলী ও তার ছেলে মেয়েরা বাধা দেয়। এ বিষয়ে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। গতকাল সেনাবাহিনীর ক্যাম্পে এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা শেষে পানির পাইপ বসাতে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর আমরা পানির পাইপ বসাতে গেলে আমার জেঠা ও জেঠার পরিবারের সদস্যরা বাবার ওপর লোহার রড দিয়ে হামলা করে। এতে বাবা গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পানির পাইপ বসানো নিয়ে মৃত্যুর ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয় ।
নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
আর এইচ/