আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী ইউনিয়নে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার সময় ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবু তৈয়বের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা।
এদিকে পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী।
সংগঠনের জুঁইদন্ডী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে এসব সহায়তা প্রধান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য নুরুন্নবী তাৎক্ষণিক দেখতে যান এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য আতিক জামালীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
আর এইচ/