মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুন) দুপুরে উপজেলার খইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের বাদামতলী এলাকার ফখরুল ষ্টোর এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মো. তোফাজ্জল হোসেন (৩৬)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় (পশ্চিম পাড়া) এলাকার জহির উদ্দিন বেপারী বাড়ীর ইসমাইলের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের বাদামতলী এলাকার ফখরুল ষ্টোর সামনে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে আট শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।