চন্দনাইশে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ মো হালিম শেখ (৩৮)নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
আজ( ২১ জুন) মঙ্গলবার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়ক বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয় ।
এ সময় তার দেহ তল্লাশি করে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত হালিম শেখ পাবনা জেলার তারাপুর ইউনিয়নের মৃত রহিম শেখ এর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয় টি নিশ্চিত করে বলেন , আটককৃত ব্যক্তি বিরুদ্ধ মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।