বান্দরবান জেলা সদরে বিপুল পরিমানের দেশীয় চোলাই মদ তৈরীর অন্যতম উপকরণ (স্থানীয় ভাষায় মুলী বলে) সহ ওয়াংপ্রু মারমা(৫০) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
শনিবার ১১ই জুন দুপুর ২ টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড রোয়াংছড়ি বাস স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুবালি গাড়ি তল্লাশি চালিয়ে দেশিয় মদ তৈরীর উপকরণ ৬ কার্টুন মুলী যার ওজন ১৮০ কেজি আটক করা হয়।
তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড মধ্যম পাড়ার বাসিন্দা চিংসা মং এর মেয়ে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানানো হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ আফজাল হোসেন জানান, চলমান মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আমাদের টিম কাজ করছে। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য গ্রহন করা হয়েছে এবং চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর আসামি ওয়াং প্রু মারমা(৫০) থানায় সোপর্দ করার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানানো হয়।