Saturday, 14 September 2024

বীর চট্টলার এই দুই শহীদের জন্য কি আমাদের কিছুই করার নেই ?   

১৯৭১ সালে তোমাদের দেশে যে ভয়ংকর গণহত্যা, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ, দেশত্যাগ, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেটা এত অবিশ্বাস্য যে আজ থেকে দশ বিশ বৎসর পর পৃথিবীর কেউ এটি বিশ্বাস করবে না ।’-  জনৈক মার্কিন গবেষকের উক্তি । মুক্তিযুদ্ধের চার যুগ পার হওয়ার আগেই আমি হঠাৎ করে আবিষ্কার করেছি, ওই ভদ্রলোকের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে । তাই এখনো তিন লাখ তা ত্রিশ লাখ নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা তর্কে লিপ্ত । এই ব্যাপারে আমাদের সুশীল সমাজের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা । কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য এই দেশের সকল বুদ্ধিজীবীরা  সেই দায়িত্ব পালন করতে রাজি নন । ‘নিরপেক্ষতা’, ‘বাকস্বাধীনতা’ এ রকম বড় বড় শব্দ ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্যগুলোর মূল ধরে টানাটানি শুরু করেছেন । আপনারা কি জানেন চট্টগ্রামের পাহাড়তলি বধ্যভূমির কেবল একটা গর্ত থেকে ১ হাজার ১০০ টা মাথার খুলি পাওয়া গিয়েছিলো ?  । সেই বধ্যভূমিতে এরকম প্রায় একশটি গর্ত ছিলো । আর WCFC-র হিসাব অনুসারে সারাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে  ৯৪২টি । যে বুদ্ধিজীবীরা এই দেশের তরুণ প্রজন্মকে দিকনির্দেশনা দেবেন তারাই যদি উল্টো তাদেরকে বিভ্রান্ত করতে শুরু করেন তাহলে আমার হতাশা অনুভব করা উচিত ছিল । কিন্তু আমি বিন্দুমাত্র হতাশ নই ।

 

যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি । বেশ কিছুদিন আগে , আমার শ্রদ্ধেয় স্যার কিংশুক দাশ চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর ওয়ালে দুজন অপরিচিত মহান মুক্তিযুদ্ধে শহীদের ব্যাপারে একটা লেখা চোখে পরে ।  আমি উৎসাহিত হয়ে , সেই শহীদের এক জনের সমাধি পরিদর্শনে যাই এবং আরো তথ্য সংগ্রহের জন্য কমিউনিস্ট পার্টির অশোক সাহা মামা এবং কমরেড শাহ আলম মামার সাথে যোগাযোগ করি । পরে ঘাঁটাঘাঁটি করে যা জানলাম , সে ঘটনা রীতিমত অবিশ্বাস্য । মুক্তিযুদ্ধের এই রকম নাম না জানা শহীদদের মতো উনারাও হয়তো একদিন হারিয়ে যাবেন । সেই শহীদ দুজন সম্পর্কে হন পিতা পুত্র – পি সি বর্মন এবং তাঁর সন্তান রতন বর্মন ।

শ্রী প্রবোধ চন্দ্র বর্মনঃ যিনি শহরে পি সি বর্মন নামেই বেশি পরিচিত ছিলেন । তিনি ছিলেন তৎকালীন সময়ে চট্টগ্রাম ইউনিয়ন ব্যাংকের ডাইরেক্টর যেটা এখন জনতা ব্যাংক । পাকিস্তানীরা এই ব্যাংক হস্তগত করতে কৌশলে উনাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পুড়ে দিয়েছিল । সময়টা ১৯৬৮ । জেলে থাকা অবস্থায় উনার সাথে একই সাথে ছিলেন চট্টগ্রামের ওই সময়কার তুখোড় নেতারা , তাঁদের মধ্যে অন্যতম কমরেড পূর্ণেন্দু দস্তিদার , কমরেড শাহ আলম , এস এম ইউসুফ প্রমুখ । কমরেড শাহ আলমের স্মৃতিচারণ থেকে জানা যায় , পি সি বর্মন দেখতে শুনতে সুপুরুষ ছিলেন , কবিগুরু রবীন্দ্রনাথ এর মতো উনার দাঁড়ি ছিল ।  তিনি  নির্বিরোধ , মার্জিত এবং সংস্কৃত মনা মানুষ ছিলেন । জেলে বসে কমিউনিস্ট পার্টির লোকজনের সান্যিধ্যে আসার কারনে , তিনি ধীরে ধীরে বাংলার স্বাধিকার আন্দোলনে জড়িয়ে পরেন । জেলে বসে তিনি নিজে কবিতা লিখতেন এবং রাজবন্দীদের কবিতা পড়ে শোনাতেন । ১৯৭১ সালের ৭ই এপ্রিল , তাঁর কর্মস্থল ইউনিয়ন ব্যাংক কার্যালয় থেকে পাকিস্তান আর্মি উনাকে তুলে নিয়ে যায় , কিন্তু তাঁর অতি মার্জিত ও ভদ্র ব্যাবহারের কারনে উনাকে আবার ছেড়ে দেয় । ৮ই এপ্রিল , ১৯৭১ সালের সন্ধ্যার দিকে পাকিস্তান আর্মি , রাজাকারদের সহায়তায় , নন্দন কানন ১ নং গলির বাসা ঘেরাও করে এবং এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে , যে গুলির দাগ এখনো উনার বাসভবনে ইতিহাসের সাক্ষী হয়ে আছে । উনাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে নন্দন কানন পুকুর পাড়ে গুলি করা হয় এবং মৃতদেহ ওখানেই পুঁতে ফেলা হয় । উনার সমাধি এখনো অযত্নে , অবহেলায় আমাদের চট্টগ্রাম শহরে নন্দন কানন ১নং গলিতে পরে আছে । এটা শুধু সমাধি নয় – এগুলো একটি জাতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় , যা সংরক্ষণ এখন অতিব জরুরি ।

রতন কুমার বর্মনঃ শ্রী প্রবোধ চন্দ্র বর্মন এর পুত্র সন্তান রতন কুমার বর্মন চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন । মুক্তিযুদ্ধের শুরুতে তিনি একজন সংগঠক হিসেবে শহর ত্যাগ করেন । তিনি তাঁর বাবা , শ্রী প্রবোধ চন্দ্র বর্মন কে বার বার শহর ত্যাগের জন্য অনুরধ করেছিলেন । কিন্তু তাঁর বাবা চট্টগ্রাম শহর ছেড়ে কোথাও যান নি । গোপন সুত্রে খবর পেয়েছিলেন যে তাঁর বাবার জীবন বিপন্ন । তাই বাবাকে শহর থেকে নিয়ে যেতে , তিনি কর্ণফুলীর ওপাড় থেকে এসেছিলেন । কিন্তু চাক্তাই ঘাটে তিনি রাজাকারদের হাতে ধরা পরেন । সময়টা ছিল সন্ধ্যা । পাকিস্তান আর্মির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গুলি করে মারা হয় এবং লাশ ছুঁড়ে ফেলা হয় কর্ণফুলীতে । ভরা পূর্ণিমায় রক্তস্নাত হল প্রবল প্রমত্তা কর্ণফুলী ।
সবশেষে আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন । মুক্তিযুদ্ধের গল্প, প্রসব যন্ত্রণায় কাতর মায়ের এক একটা আর্তনাদ ।
অনেক অজানা শহীদদের মতো এই দুই শহীদের কথা , বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তথ্য ও দলিল এ উল্লেখ নেই ।  পি সি বর্মন এর সমাধিটা  নন্দন কানন  ১ নং গলিতে অযত্নে আর অবহেলায় পরে আছে । আমাদের বীর চট্টলার এই দুই শহীদের জন্য কি আমাদের কিছুই করার নেই ?
লেখকঃ প্রকৌশলী , জার্মান ইন্সটিটিউট অব অলটারনেটিভ এনার্জির বাংলাদেশ প্রতিনিধি

সর্বশেষ

বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের কার্যালয়ের উদ্ধোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের কার্যালয়ের উদ্ধোধন ও বোয়ালখালী...

স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ

স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ...

ঢাকায় পৌঁছেছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

মার্কিন ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৫...

কক্সবাজারে ৬ ট্রলার ডুবে নিহত ২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজার উপকূলের কাছাকাছি ছয়টি মাছ...

আমিরাতে ক্ষমা পাওয়া আরোও ২৬ প্রবাসীর  দেশে ফিরেছেন

গত জুলাইয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের দায়ে...

কাল ঢাকা আসছে ডোনাল্ড লু’র নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের...

আরও পড়ুন

উচ্চ শিক্ষা না কর্মসংস্থান?

সীমাহীন বেকারের এই দেশে উচ্চ শিক্ষা অনেকটা সমস্যা তৈরি করছে। উচ্চ শিক্ষার পর মাধ্যমিক দক্ষতা (যেমন, মেকানিক, ইলেকট্রিশিয়ান) অর্জন করা একজন স্নাতকের জন্য দ্বিধাদ্বন্দ্বের...

প্রশ্নপত্র ফাঁস, কোচিং সেন্টার, এবং আমাদের অনৈতিক মনস্তত্ত্ব

প্রশ্ন ফাঁস একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ব্যাপক বেকারত্ব, ভালো ফলাফলের প্রতিযোগিতা এবং অর্থের প্রতি আমাদের অত্যধিক লোভ এই অনৈতিক অনুশীলনের কারণ।দুর্নীতি আমাদের রক্তে...

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, পুড়ছে কৃষকের কপালও

হাইদগাঁও ত্রিপুরা দীঘির হাট পটিয়া অঞ্চলে একটি ঐতিহ্যবাহী প্রাচীন হাট। এক সময়ে হাটের দিন (প্রতি রবি ও বুধবার) গ্রামের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক লোকসমাগম...

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে অবস্থিত হে-মার্কেটের শ্রমিক সমাবেশে তৎকালীন মার্কিন সরকারের পুলিশ বাহিনী ও শিল্প মালিকদের পোষা গুন্ডা বাহিনী...