ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন ।বৃহস্পতিবার ১৯ মে দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইকালে রাসেলের মনোনয়ন বাতিল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর দায়ে তার এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী, মোঃ সাহাবুদ্দিন, মোঃ জাহিদুল হক এখনো পর্যন্ত টিকে থাকলেও ব্যাংকে হিসাব না খোলায় মোঃ সাহাবুদ্দিনকে সময় বেঁধে দেন নির্বাচন কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী।
মনোনয়ন বাতিলের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ রাসেল বলেন, একটি ব্যাংকের ক্রেডিট কার্ডে অন্যজনের গ্যারান্টার হিসেবে থাকাতে এ সমস্যা হয়েছে। ইতমধ্যে আমি তা পরিশোধ করে দিয়েছি। আমার মনোনয়নয় ফিরে পাওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল দাখিল করছি।
উল্লেখ্য, বিগত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলার মোট ১৭ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ছনহরায় ভোট কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে ২টি কেন্দ্রে ভোট বাতিল করা হয়। পরবর্তীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী আরো ৩টি ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে আবদুর রশিদ দৌলতী উচ্চ আদালতে একটি রিট মামলা করেন।বিগত ৭ ফেব্রুয়ারি স্থগিত হওয়া ২টি ভোট কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম বিজয়ী হলেও এটি স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী প্রত্যাখান করে উচ্চ আদালতে শরনাপন্ন হয়। ওই মামলায় উচ্চ আদালত গেজেট স্থগিত করে। পরবর্তীতে ২৫ মার্চ নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম মারা গেলে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে তার ছেলে মামুনুর রশিদ রাসেল মনোনয়ন পান।