খাগড়াছড়ি শহরে থেকে পাঁচ কিলোমিটার দূরে দুর্গম জংলীটিলা এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রামের কুয়া ও ছড়া শুকিয়ে যাওয়ার ফলে সুপেয় পানির চরম সংকটে দেখা নিয়েছে জংলীটিলা, উত্তর গোয়ামাহাট, হরিনাথপাড়া, জোর পানি ছড়া গ্রামে।
এই গ্রাম গুলোর পানি সংকট নিরসনে এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় দুর্গম এলাকার পানি সংকটের মানুষগুলোর পাশে দাড়িয়েছে মহালছড়ি জোন। জংলীটিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ উল মুহিতের সার্বিক তত্ত্ববধায়নে সুপেয় পানি সংকট নিরসনের একটি সাবমারসিবল পানির পাম্প ও একটি ৪৫০০০ লিটার পানির হাউস নির্মাণ করেন।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জংলীটিলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ উল মুহিশ উপস্থিত থেকে সাবমারসিবল পানির পাম্প ও একটি পানির হাউস উদ্বোধন করেন। উদ্বোধনের শেষে দুর্গম এলাকার পাহাড়ি মানুষরা কলস ভর্তি সুপেয় পানি বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছেন।
মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, পাহাড়ের দুর্গম গ্রামগুলোর সকলের জন্য এই ধরনের উদ্যোগ ছাড়াও মেডিকেল ক্যাম্পেইনসহ শান্তি সম্প্রীত এবং উন্নয়নের লক্ষ্যে সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জংলীটিলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মেজবাদ উল মুহিত, গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ৮নং ওয়ার্ড মেম্বার জীবক চাকমা, অপনা রঞ্জন কাবারী।
স্থানীয় মানুষরা জানান, তীব্র পানি সংকটে এই সময়ে মহালছড়ি জোন পানির ব্যবস্থা করে দেওয়ায় আমরা অনেক খুশি। আমাদের এখন পানির কষ্ঠ আর থাকবে না। এই মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানায়।