চট্টগ্রামের হাটহাজারী বনবিভাগ ও র্যাবের যৌথ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক আটক করা হয়েছে। অভিযানে দুই কাঠ পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সকালে হাটহাজারী উপজেলার খাগড়াছড়ি মহাসড়কের মাটিয়া মসজিদের সামনে এ অভিযান পরিচালিত হয়।
স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, ট্রাক বোঝাই অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদ পেয়ে সহকারী বন বিভাগ ও র্যাবের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাটহাজারী -খাগড়াছড়ি সড়কে মাটিয়া মসজিদের সামনে থেকে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। এসময় আটক করা হয় দুই কাঠ পাচারকারীকে।
পরে ট্রাক থেকে ৬৪৯ টুকরা সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমুল্য প্রায় দেড় লাখ টাকা। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের প্রক্রিয়াদিন রয়েছে। কাঠসহ ট্রাকটি হাটহাজারী চেক স্টেশন হেফাজতে জব্দ করা হয়েছে বলে জানান স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।