চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- আবুল কাশেম, আবদুল শুক্কুর ও আব্দুল গফুর।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আজাদুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রচেষ্টায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে সময়মতো ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের বাড়িঘর রক্ষা করা গেছে।