বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই তাকাই, মনে হয় সাদা তুলোর গালিচা বিছানো।
শরৎ মানেই কাশফুল আর কাশফুল মানেই প্রকৃতির নির্মল সৌন্দর্যের প্রতীক। এই সৌন্দর্যের মাঝে নারী কিংবা কন্যার উপস্থিতি যেন শরতের দৃশ্যপটে এক নতুন প্রাণ সঞ্চার করে।
কাশফুলের স্নিগ্ধ শুভ্রতা নারীর কোমল হৃদয়ের প্রতিচ্ছবি। যেমন কাশফুল বাতাসে দোল খেয়ে মাটির ঘ্রাণে মিশে যায়, তেমনি গ্রামীণ জীবনের নারীও প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকে।
শরৎকালের উজ্জ্বল আকাশের নিচে কাশবন দিয়ে হাঁটা কোনো কিশোরী বা তরুণী যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়।
লেখক: আলোকচিত্র সাংবাদিক
চট্টগ্রাম নিউজ/ এসডি/