চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে পটিয়ায় ৮ জন আহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আমজুর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. সুমন (৩৩), আবদুল বারেক (৪০), নেছার (৪৫), মোস্তফা (৩৮), আবু তাহের (৬০), রাশেদা (২৩), মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)। গুরুতর আহত নেছারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির দুইটি ঈগল পরিবহনের বাস একটি আরেকটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঈগল বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একটি বাস থানা হেফাজতে রয়েছে।
চট্টগ্রাম নিউজ/ কেএমআর