চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রক্টরসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবারের (২৯ আগস্ট) সংঘর্ষের জেরে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে প্রশাসন স্থানীয়দের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে উভয়পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে স্থানীয়রা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।
চবির সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার সময় প্রক্টর ও পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থীরা জানান, শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে দারোয়ান মারধর করলে এ ঘটনার সূত্রপাত হয়। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে স্থানীয়রা মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীরাই প্রথম হামলা চালিয়েছে। এ সময় আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তারা।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে।এর আগে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত টানা সংঘর্ষে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আর এইচ/