মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

চবি রণক্ষেত্র: শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে দেড় শতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রক্টরসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক।

শুক্রবারের (২৯ আগস্ট) সংঘর্ষের জেরে শিক্ষার্থীরা রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে প্রশাসন স্থানীয়দের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে উভয়পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে স্থানীয়রা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।

চবির সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার সময় প্রক্টর ও পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষার্থীরা জানান, শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে দারোয়ান মারধর করলে এ ঘটনার সূত্রপাত হয়। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে স্থানীয়রা মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীরাই প্রথম হামলা চালিয়েছে। এ সময় আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তারা।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে।এর আগে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত টানা সংঘর্ষে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হন। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা জোরদার, ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো...

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি।...

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ 

খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫...

আরও পড়ুন

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির কারখানার সন্ধান মিলেছে।সংশ্লিষ্ট ফ্যাক্টরির নাম ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’, যা বিএসটিআই অনুমোদন ছাড়াই পানির প্রক্রিয়াকরণ...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো হু-হু করে বেড়ে যাওয়ায় রাঙামাটির নিম্নাঞ্চলগুলোতে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধলাখ পরিবার প্রভাবিত...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে শাহজাহান মিয়া ওরফে সাজন মিয়া (৪৭) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২ নম্বর গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য...