সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

রজভীয়া নূরীয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের আ’লা হযরত কন্ফারেন্স

ইমাম আহমদ রেজা’র বহুমুখী জ্ঞান-প্রতিভা বিশ্বদরবারে তুলে ধরা সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলভী (রহ.) এর ১০৭তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কন্ফারেন্সে বক্তারা বলেন, আ’লা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেল ব্রেলভী (রহ.) শুধু একজন আলেম তথা ইসলামি শিক্ষায় পন্ডিত ছিলেন না, ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, ইতিহাসবিদ, ভুগোলবিদ, তার্কিক ও ইসলামি আইনবিদ।

আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলজিইডি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ, মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)।

প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মঈন উদ্দিন আশরাফী (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাতের মজলিসে শুরা সদস্য আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী।

আ’লা হযরত কন্ফারেন্সে উদ্বোধক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। আ’লা হযরতের জীবনীর উপর আলোচনা করেন আল্লামা কাযী মুদাচ্ছির হাশেমী, আল্লামা আতাউল মোস্তাফা, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী, অধ্যক্ষ আল্লামা হাসান রেযা, আল্লামা ইনুচ রেজভী, চবি সহকারী অধ্যাপক কাউছার হামিদ, আল্লামা আবুল হাসান রেজভী, মাওলানা হাসান আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা, মাওলানা গোলাম রাব্বানী কাসেমী, মাওলানা এনাম রেযা, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নাসিরুদ্দিন আলবানী, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মঈনুদ্দিন খান মামুন, মাওলানা মুখতার রেজভী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, কুতুবউদ্দিন শাহ নূরী, মুহাম্মদ আবুল হাসান, মাওলানা আবুন নুর মুহাম্মদ হাস্সান নূরী, প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ তারেক আজিজ, সদস্য সচিব মুহাম্মদ জাকারিয়া, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা আব্দুল কাদের রেজভী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নূরী, মুহাম্মদ আবু হানিফ রিপন, মাওলানা সালামত রেযা কাদেরী, মুহাম্মদ আলমগীর, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মাস্টার মুহাম্মদ মাহফুজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মাওলানা আনোয়ার রেযা, মুহাম্মদ করিম মিয়া, মুহাম্মদ কাউছার, মুহাম্মদ আব্দুল হান্নান, আরিফ মুঈন উদ্দীন মনির, এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ হাবিবুল্লাহ্ (হাবিব), নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ রিদওয়ান, মাওলানা ওসমান গণি, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ বাদশাহ্ মিয়া, মাওলানা মালেক তাহেরী, মুহাম্মদ আরাফাত আলী রুবেল, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ ইকবাল, মাওলানা আজিম উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ নাছির, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ সেলিম, এয়ার মুহাম্মদ, মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, আ’লা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেল ব্রেলভী (রহ.) কুরআন, হাদিস, ফিকহ তথা ইসলামী আইন শাস্ত্রের উপর তার অগাধ পান্ডিত্য বিস্ময়কর। আ’লা হজরতের সৃজনশীল সৃষ্টির বিস্তৃতি ঘটেছে তার হাদায়েকে বখশিশ নামক কাব্য গ্রন্থটি। ইশকে রাসুলের এক অনবদ্য প্রকাশ এ কাব্যের সুর ও মূর্চ্ছনা আশেকে রাসুলদের প্রাণে নবউদ্দীপনা সৃষ্টি করে। ইসলামের এমন কোন দিক নেই যা আ’লা হজরতের রচনাবলিত স্থান পায়নি।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুন্নি মুসলমানদের অংশগ্রহণে উজ্জীবীত করেছিলেন আলা হজরত। তার সমকালীন শীষ্য ইমাম নঈমিুদ্দিন মুরাদীবাদীর নেতৃত্বে বেনারসে তিনদিনব্যাপী আহলে সুন্নাত ওয়াল জমাআতের কনভেনশনের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলেনের প্রত্যক্ষ কার্যক্রম শুরু হয়েছিল। এর আগে আল্লামা ফজলুল হক খায়রাবাদী, বাদায়ুনীর নেতৃত্বে ভারতীয় মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছিলেন।

বক্তারা বলেন, ড. আল্লামা ইকবাল ছিলেন আলা হজরতের একজন একনিষ্ঠ অনুগামী। আ’লা হজরত ব্রিটিশ বিরোধী আন্দোলন, খিলাফত আন্দোলনের পক্ষে থাকলেও এ আন্দোলনের নানা বিভ্রান্তি কর্মসুচি নিয়েও তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। এককথায় আলা হজরতের বহুমূখী জ্ঞান-সাধনার লিখনী তত্ত্ব ও বক্তব্যগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। এজন্য ব্যাপক গবেষণা ও আলোচনার প্রয়োজন। বিশ্বেও আশিটি দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশের সাধারণের কাছে আ’লা হজরতের লিখনী সমগ্র ও তাঁর পূণ্যময় জীবন-কর্ম বাংলায় সহজবোধ্য করে তুলে ধরা সময়ের দাবি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা জোরদার, ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো...

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি।...

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ 

খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্ণফুলীর সৈইন্যার বাড়ি শাহী জামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্ণফুলীর চরপাথরঘাটা সৈইন্যার বাড়ি শাহী জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে মসজিদ পরিচালনা পরিষদ...

পবিস কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণকে চব্বিশ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

উত্তর কালিয়াইশ দুর্গাপূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ সওদাগর পাড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায়...

হাটহাজারীতে সংঘর্ষে আহত ১০৭ জন

চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) নিয়ে অশালীন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি ও কওমি অনুসারীদের মধ্যে...