নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদানের দাবীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি প্রদান করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। একই সঙ্গে ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবী জানিয়েছেন তারা।
আজ (১৩মে) মঙ্গলবার বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে ১৫টি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন তারা।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক এস এম কুদরাত ই খুদা রকি জানান, স্বাস্থ্য সহকারীরা সারা দেশে এক লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই-এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে আসছে। ইপিআই কর্মসূচীর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগোষ্ঠীকে ১০টি মারাত্মক সংক্রামক রোগ শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমো ফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, রুবেলা এবং ১৫-৪৯ বছর বয়সি মহিলাদের ৫ ডোজ টিটি/টিডি টিকা প্রদান করার গুরু দায়িত্ব পালন করে। বাড়ি বাড়ি গিয়ে জন্ম, মৃত্যু, নবজাতক শিশু, গর্ভবতী মহিলা এবং কিশোরীদের রেজিস্ট্রেশন করে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করে। ৬ মাস -৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন এ খাওয়ানো, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, যক্ষা রোগী অনুসন্ধান, ডটস্ পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগীদের ওষুধ খাওয়ানো, উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে। কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের মাধ্যমে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকে। মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের টিকা এই স্বাস্থ্য সহকারীরাই প্রদান করে থাকে। কোভিড-১৯-এর মহামারির মতো রাষ্ট্রীয় সকল দুর্যোগে স্বাস্থ্য সহকারিগণ সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তবে এই স্বাস্থ্য সহকারীদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণ সহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হন। কিন্তু স্বাস্থ্য সহকারীরা এই পদায়ন-পদোন্নতি দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। অথচ নিযোগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি- ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। যার জন্য নিযোগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রাম জেলা সভাপতি মো. ফজলুল হক চৌধুরী বলেন, সমপর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মচারিদের দেখে স্বাস্থ্য সহকারীদের মাঝে বৈষম্যের বীজ দানা বেঁধেছে। এটা স্বাস্থ্য সহকারীগণের জন্য লজ্জা জনক একটি বিষয়এ কারণে ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ সভা আয়োজন করে। সেখানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার ফাইল চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া না হলে নয়দফা কর্মসূচি ঘোষণার পাশাপাশি আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘোষিত কর্মসূচি সমূহ: ১৩ মে দেশের প্রত্যেক উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান, ১৮ মে সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, লাইন ডাইরেক্টর (ইপিআই), এমআইএস মহাপরিচালক, ডিজিএফআই এবং এনএসআই বরাবর স্মারক লিপি প্রদান, ২৪ মে চূড়ান্ত দাবী অর্জিত না হলে ২৫ ও ও ২৬ মে জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে। ইপিআই ট্যালিসিট, মাসিক রিপোর্ট ও অনলাইন রিপোর্ট বন্ধ। ২৪ জুন দেশের প্রতি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান, ৮জুন দেশের প্রতি জেলায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে ৮-১১টা তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন, ১২জুন ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন ও ১ লা সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য সহকারীদের দ্বারা সম্পাদিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।
আর এইচ/