বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারের নিয়োগকৃত কোম্পানি বাতিল ও বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতায় বন্দর পরিচালনার দাবি জানাচ্ছি। দেশ ও জাতির স্বার্থে এই সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে বন্দর বিষয়ক বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহসভাপতি মকবুল আহমদ, সেক্রেটারি আবু তালেব প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা বন্দরকে দুর্নীতিমুক্ত করে বিদেশি বিনিয়োগের বাড়ানোর আহ্বান জানাই। তবে বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে দেয়া যাবে না। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতায় বন্দর পরিচালনার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষার জন্য বন্দরকে ধ্বংস করে দিয়েছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, শ্রমিক স্বার্থ রক্ষা, বেকারত্ব দূরীকরণের জন্য বন্দরকে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ রেজাউল করিম, আমিনুল ইসলাম রুবেল, রবিউল হাসান, শাহ আলম ভ‚ঁইয়া, মোহাম্মদ আমান উল্লাহ, মোজাহিদুল ইসলাম আদনান, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবদুল হালিম, আবুল বশর, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ওমর ফারুক, ফোরকান আজাদ, আমজাদ হোসেন, ফিরোজ আহমদ প্রমুখ।
আর এইচ/