কক্সবাজারের পেকুয়ায় টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে এহেসান কবির (১৮) নামের এক যুবককে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগম ও আহত হয়েছে।
শনিবার (৩ মে) রাত ৮ টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টেকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এহেসান কবির একই ইউনিয়নের মাঝির পাড়া এলাকার মৃত জাকের উল্লাহের পুত্র।
স্থানীয়সূত্রে জানা যায়, এহেসান কবির চকরিয়া বইরতলী রাস্তার মাথায় একটি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিল। একই এলাকার হানিফার ছেলে জুনাইদ এহেসান থেকে সম্প্রতি দুই হাজার টাকা হাওলাদ নেয়। সেই পাওনা টাকা এহেসান জুনাইদের কাছ থেকে কয়েকবার খুজে। এতে ক্ষিপ্ত হয়ে জুনাইদ কয়েকজন বখাটে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে উৎপেতে থাকে। ঘটনার দিন এহেসান কবির ও তার মা রেহেনা বেগম ঘরের জন্য বাঁশ নিয়ে নোয়াখালী ব্রীজ পর্যন্ত গেলে পূর্বপরিকল্পিত ভাবে উৎপেতে থাকা জুনাইদ ও সঙ্গীরা এহেসান কবিরের সাথে হাতাহাতি শুরু করে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় মা এহেসানকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার মাকেও মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত দূর্জয় বিশ্বাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে বিষয়টি অধিকতর তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আর এইচ/