মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় নগরীর ২নং গেট শেখ ফরিদ মার্কেটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে জিসি মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খোকন এবং সঞ্চালনা করেন মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহা ফকির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক তোফায়েল, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির দাবি তুলে ধরেন। তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগের প্রতীক, এদিন থেকে অনুপ্রাণিত হয়ে শ্রমিকদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
আর এইচ/