চট্টগ্রামের পটিয়ায় থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা চোরাই গাড়ী বিক্রয় চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাত ২ টার দিকে পটিয়া থানাধীন পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী সাকিনস্থ মৃত আহাম্মদুর রহমান এর বাড়ীর উত্তর দিকে রাস্তার পাশে ইঞ্জিনিয়ার খোরশেদ এর বাউন্ডারী বিশিষ্ট প্লটে চোরাই গাড়ী বিভিন্ন অংশে বিভক্ত করে বিক্রয় করার সময় আন্তঃ জেলা চোরাই গাড়ী বিক্রয় চক্রের সদস্যদের গ্ৰেপ্তার করে পটিয়া থানা পুলিশ।
গ্ৰেপ্তারকৃতরা হলেন ,মোঃ রাজু(২৩) পটিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জালাল মোল্লা ও সেলিনা বেগম দম্পতির সন্তান, মোঃ নুর আলম(৩০),কচুয়াই ১নং ওয়ার্ড (জাহাঙ্গীর মেম্বারের বাড়ী) আবুল কালাম ও পাখি আক্তার দম্পতির সন্তান ,মোঃ মুরাদ(৪৭),কিশোরগঞ্জ ভৈরব থানার গোছামারার মসম আলী ও কুলসুম বেগম দম্পতির সন্তান , বর্তমানে সে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী ( আহাম্মদ সওদাগরের কলোনীর ) ভাড়া বাসায় থাকে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্ৰেপ্তারকৃতদের কাছ থেকে ১টি গাড়ীর পুরাতন ইঞ্জিন, ২টি পুরাতন গ্যাস সিলিন্ডার, ৪টি গাড়ীর চাকা, ৫ টুকরা গাড়ীর কাটা অংশ বিশেষ, ৩ টুকরা গাড়ীর সিটের অংশ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে কমদামে চোরাই গাড়ী ক্রয় করে এনে ঘটনাস্থলে বিভিন্ন অংশ বিভক্ত করে বিক্রয় করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদ জানান, এ সংক্রান্ত বিষয়ে পটিয়া থানায় মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।
আর এইচ/