চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী (৩৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব বিস্তার করে আসছিলেন। আওয়ামী লীগের আমলে সামাজিক সংগঠনের ব্যানারে নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তুলে ধরলেও গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের অতীত কর্মকাণ্ড ঢাকতে নানা পরিচয়ে আবির্ভূত হন। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নিজাম উদ্দিন চৌধুরী বিএনপির নেতাকর্মীদের ওপর একাধিক হামলা ও নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সহিংস কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এমনকি বিভিন্ন সময় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তার প্রত্যক্ষ ভূমিকার প্রমাণ মিলেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অভিযুক্ত ব্যক্তি চাতুরী চৌমুহনী এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেও তার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নিজাম উদ্দিনের গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন। তবে ভয়ে কেউ মুখ খুলতেন না।
আর এইচ/