দক্ষিণ চট্টগ্রামের লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত ও লবণ শিল্প রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাঁশখালী ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা মোঃ নুরন্নবী। কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের লবণচাষীরা বর্তমানে গভীর সংকটে রয়েছেন। কথিত দালাল ও সিন্ডিকেটের কারণে তারা উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন না, যার ফলে লবণ শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুল করিম ছানবী, বাঁশখালী লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল হক, বাঁশখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, রেডক্রিসেন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন ও দিলদার এইচ রানা, বাঁশখালী ছাত্র সংস্থার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, মিজান, ওসমান গণি, জামাল উদ্দিন, মহিউদ্দিন সোহেল, আবু ওবায়েদ নিশান, আরিফুল ইসলাম, আবদুল মান্নান, শাহেদুল আলম সিকদারসহ অনেকে।
সভাপতির বক্তব্যে জুনায়েদ রাসেল বলেন, “লবণ শিল্পকে বাঁচাতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করছি, যেন এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”
বক্তারা দ্রুত সময়ের মধ্যে লবণের ন্যায্য মূল্য নির্ধারণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং লবণচাষীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।