বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শিগগিরই সব সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খুব শিগগিরই দেশের সব সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজারের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, কক্সবাজারে বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দপ্রাপ্ত প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, “কক্সবাজারের নদী, বনভূমি ও সমুদ্রসৈকত দখল ও দূষণমুক্ত করা হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অনুমতি ছাড়া কোনো নির্মাণকাজ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনায় আনা হবে না।”

তিনি আরও বলেন, “যদি কেউ বিধি লঙ্ঘন করে, তাহলে তা আইনিভাবে মোকাবিলা করা হবে। সমুদ্রসৈকত দখল ও দূষণের লাগাম এখনই না টানলে, এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যাবে। সরকারের বর্তমান মেয়াদের সীমিত সময়ের মধ্যে আমরা অগ্রাধিকারভিত্তিতে কয়েকটি কাজ সম্পন্ন করতে চাই।”

তিনি জানান, কক্সবাজারে ৭০০ একর বনভূমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ব্যক্তি মালিকানায় নেওয়া ও ফুটবল একাডেমির জন্য বরাদ্দকৃত জমি ফিরিয়ে আনা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর ৫১ একর জমি উদ্ধারে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দপ্রাপ্ত জমিও বন বিভাগের আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রমুখ।

সূত্র: বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা ও বিশৃঙ্খলা: ছয়জন গ্রেফতার

আনোয়ারা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে, পুলিশের উপর আক্রমণ...

চান্দগাঁওতে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে গ্রেপ্তার ৩৩

চান্দগাঁওতে  বিশেষ অভিযানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা...

অপহরণের ৯ দিন পর মুক্তি পেলেন চবির ৫ শিক্ষার্থী

খাগড়াছড়ি থেকে অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম...

১৫৮ খুঁটির উপর দাঁড়ানো মঞ্চে জমে উঠবে জব্বারের বলী খেলা

চট্টগ্রামের বৈশাখী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ “জব্বারের বলী খেলা”...

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিক নিহত

বান্দরবানের লামা - চকরিয়া সীমান্ত এলাকার পাহাড়ে বন্যহাতির আক্রমনে...

পাচারকালে কাপ্তাইয়ে টিসিবির পণ্য আটক

 অবৈধভাবে কাপ্তাই লেক দিয়ে ইঞ্জিন চালিত বোটে করে পাচারকালে...

আরও পড়ুন

১৫৮ খুঁটির উপর দাঁড়ানো মঞ্চে জমে উঠবে জব্বারের বলী খেলা

চট্টগ্রামের বৈশাখী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ “জব্বারের বলী খেলা” আগামীকাল, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক লালদীঘি ময়দানে। ১১৬ বছরের প্রাচীন এই কুস্তি প্রতিযোগিতা...

শুরু হয়েছে জব্বারের বলীখেলার বৈশাখী মেলা

চট্টগ্রামের লালদীঘি ময়দানে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিনদিনের বৈশাখী মেলা। কাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল...

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তাঁর স্মৃতির প্রতি...