চট্টগ্রামের নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত পৌনে চারটার দিকে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন – মোঃ হারুন (৩৮), মোঃ এমরান (২৫) এবং মোঃ সায়মন (২৩)। তারা চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ