পুলিশের কাজে বাধা প্রদান, আক্রমন ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অপরাধে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে মো. ইসমাইল হোসেন রনি প্রকাশ বোতল রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোরে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের মধ্যম বুড়িশ্চর মালিক শাহ মাজার এলাকার মাসুদুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, রনিকে গ্রেপ্তারের সময় তিনি পুলিশের সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান, আক্রমণ, হত্যার উদ্দেশ্যে আঘাত এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার অপরাধ করেছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি তিনি।
চট্টগ্রাম নিউজ/ এসডি/