চট্টগ্রাম নগরের চান্দগাঁওতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে পুরাতন চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—নগরের ইপিজেড থানার দুই নম্বর মাইলের মাথা এলাকার মো. রুবেলের ছেলে মো. হৃদয় (২১) এবং জেলার রাঙ্গুনিয়া থানার তিন নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আকাশ (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
তিনি জানিয়েছেন, তাদের কাছ থেকে হরনেট ব্র্যান্ডের একটি লাল-কালো চোরাই মোটরসাইকেল, কেচি ও স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আর এইচ/