চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে নিহতের ভাই মোহাম্মদ বাবু বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা হলেন , মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডার মোঃ রাসেল (৩৬) ও তার সহযোগী মোঃ নয়ন (৩২)। যুবলীগ ক্যাডার রাসেল বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় থাকাকালীন অবৈধ বালু উত্তোলন, মদ , গাঁজা , ইয়াবা ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলে । তার বিরুদ্ধে হত্যার হুমকি সহ বিভিন্ন অভিযোগে রয়েছে।
নিহতের ভাই মোহাম্মদ বাবুল বলেন, সোমবার রাতে রাসেল ও নয়ন আমার ভাইকে পাওয়া টাকা দেওয়া কথা বলে ডেকে নিয়ে যায় । এ পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে নয়নের সহায়তায় মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় আমার ভাই বাড়িতে ফোন দিলে চাচাতো ভাই গিয়ে উদ্ধার করে মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত দেড়টার দিকে মানিকের মৃত্যু হয়েছে। বিকালে ময়নাতদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানিক নামে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। থানায় ভিকটিম এর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আর এইচ/