চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—শহিদুল আলম প্রকাশ খান সাহেব (৩৮), হানিফ (৫০), জসিম উদ্দিন (৩৫), মো. সালাউদ্দিন (২৮), মো. জুম্মান (১৯), মো. ফাহিম (১৯), হাসান (১৯), ছাবের আহমদ (৩০), ওলফাতুন ইসলাম (১৯), আকিব (২০), সবুজ (২৩), ইফরান (১৯), সাজ্জাদ (২৬), হারুন (৩৬), বিলকিস বেগম (৩২), মোহাম্মদ জাফর (৩৫), শাকিল আহমদ (৩৯), সাজ্জাদ হোসেন (২৮), খোকন (৩৫), আবুল হোসেন (৩৯), শাহজাহান (৪৮), সাগর (২৪), হাফিজুর রহমান টুটুল (২৪), হোসেন উদ্দিন শিপু (২৯), সাইফুল ইসলাম (৩৮), আরিফ (২২), রাসেল (২১), শাহিন (২৯), ইফতাদুল ইসলাম তানিম (৪৫), বশির (৪৫), ফারুক মিয়া (৩৮), সাগর (১৯), রিফাত (১৯), রকিবুল হাসান (২১), রাব্বি আল আহমেদ (২৮), জুম্মন (৩১), ইসমাইল হোসেন প্রকাশ রানা (২৬), রেবেকা সুলতানা রেখা চৌধুরী (২৯), সেলিম (৩৫), তৈহিদুল হক (৩৪)।
এছাড়াও গ্রেপ্তারদের মধ্যে আছেন—আবুল খায়ের (৪৮), সেকান্দর বাদশা হোসেন (৪৭), মনিরুল আলম (২২), তানভীর হোসেন (২৪), ফরহাদ প্রকাশ ফরহাদ (২৫), ইব্রাহীম প্রকাশ লিটন (৩২), সুমন (৩০), বিশেশ্বর চৌধুরী তুর্জয় (৩১), সাজ্জাদ হোসেন (৩১), হাসান মিয়া (৫৩), জসিম প্রকাশ জসীম (২৫), কাউছার হোসেন (২৬), ইসমাইল হোসেন তন্ময় (২১), নাদিম (২৩), শাওন (১৮) ও বোরহান উদ্দিন (২৯)।
পুলিশ জানিয়েছে, গত ১৬ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ১৭ মার্চ রাত পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/