নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ।
সোমবার (১৭ মার্চ) চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন মেয়াদে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। এদের মধ্যে দুই বছরের জন্য বহিষ্কারকৃত ছাত্র কোন হলেন – চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান ।
একবছরের জন্য বহিষ্কার হন- ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।
এছাড়া উক্ত সংগঠনের সহ-সভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমানকে আবাসিক হল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও দুইজনকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি চিন্ময় কুমার দেবনাথ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম নিউজ/ এসডি/