বোয়ালখালীতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ওজনে কম দেওয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার কালাইয়ার হাট ও দাশের দীঘির পাড় এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে পরিমাণের তুলনায় ওজনে কম প্রদান করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আল মদিনা স্টোরের মোঃ সুমনকে ২,০০০ টাকা,গাউছিয়া স্টোরের মোঃ ইব্রাহিমকে ৫০০ টাকা, জোবায়ের স্টোরের জোবায়েরকে ২,০০০ টাকা,আবদুল আলিম স্টোরের আবদুল আলিমকে ২,০০০ টাকা ও রফিক স্টোরের জামাল হোসেনকে ১,০০০ টাকাসহ মোট ৭ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলবে বলে জানান তিনি।
আর এইচ/