ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়। এটি রাজনৈতিক দল, সুশীল সমাজ, সামাজিক ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সাথে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ঐকমত্য কমিশন দ্রুতই জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চায়। আগামী দুই-একদিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করার চেষ্টা করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। ভিন্নমত থাকা বিষয়গুলো নিয়েও অগ্রসর হতে পারব বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, গত দুইমাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। অনেক প্রাণ ও রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই টেবিলে এসেছি। অভ্যুত্থানে হতাহতদের প্রতি দায়-দায়িত্ব সবাইকে স্মরণ রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আর এইচ/