বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তারুণ্যের সমাবেশে আজ শনিবার যোগ দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। হঠাৎ পলোগ্রাউন্ডের মঞ্চে বিএনপি নেতাদের পাশে তামিমকে দেখে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এ সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে।

হঠাৎ তামিমের বিএনপির সমাবেশে অংশগ্রহণের পর তাঁর রাজনীতিতে জড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি তামিম ইকবাল বিএনপিতে যোগদান করছেন, কিংবা নির্বাচনে দাঁড়াবেন, নাকি ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন—এসব নানা আলোচনা ডালপালা মেলছে।

শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্যও দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্যজুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা।

আজ বেলা তিনটায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

বিকেল ৫টা ৪২ মিনিটে তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে তাঁকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনে তামিমের ডাক পড়ে।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান। আমরা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই।
আপনারা যদি মনে করেন কারো জন্য আমি খেলতে পারিনি। তাহলে এটা কোনো ক্রীড়াবিদের কথা হবে না। ক্রীড়াবিদের কথা হবে, হয়তো আমার কোনো ভুল ছিল, তাই জাতীয় দলে যেতে পারিনি।

চট্টগ্রামের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রামের খেলোয়াড়দের উদ্দেশে তামিম ইকবাল বলেন, ‘আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০-২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব।’

বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টিও বক্তব্য উল্লেখ করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আমার সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত কথা হয়। আমরা কীভাবে চট্টগ্রামের খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আলোচনা হয়।’

তিনি আরও বলেন, আজ থেকে ১০/১৫ বছর আগে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম থেকে অনেকে ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করতেন। আমার সঙ্গে চট্টগ্রামের খেলাধুলা নিয়ে হেলাল ভাই (মীর হেলাল), ইসরাফিল ভাই (ইসরাফিল খসরু) এবং হুম্মাম ভাইয়ের (হুম্মাম কাদের চৌধুরী) কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের মত নিয়ে আসতে পারি। আমি নিশ্চিত, উনারা যখন সুযোগ পাবেন চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে কাজ করবেন।

তামিম ইকবাল যোগ করেন, ‘আমি নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চট্টগ্রামকে এগিয়ে নিতে। সেটি যে ধরনের খেলাধুলাই হোক না কেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যেকোনো ইভেন্ট প্রোমোট করবেন।’

পরে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘আজ আপনাদের ভালোবাসা পেয়ে খুশি। আপনারা জানেন আমি অসুস্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেশি কথা বলা উচিত নয়।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর...

ফটিকছড়ির ধুরুং খালে আবারও এক নারী নিখোঁজ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে আবারও ঘটলো নিখোঁজের ঘটনা।আজ...

৪ জুলাই ৫ হাজার এলামনাইয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাইয়ের পুনর্মিলনী আগামী ৪ জুলাই শুক্রবার...

সংসদ নির্বাচন সহায়তায় ইসিকে ২০ লাখ ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য...

স্মার্ট চট্টগ্রাম গড়তে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করবে চসিক

স্মার্ট চট্টগ্রাম গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নগরের...

বান্দরবানের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা

কয়েক দিনের টানা ভারি বর্ষণের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার...

আরও পড়ুন

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকায়...

ফটিকছড়ির ধুরুং খালে আবারও এক নারী নিখোঁজ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে আবারও ঘটলো নিখোঁজের ঘটনা।আজ (১৮ জুন) দুপুরে উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া এলাকার রেজিয়া বেগম (৪৫) গোসল করতে...

৪ জুলাই ৫ হাজার এলামনাইয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাইয়ের পুনর্মিলনী আগামী ৪ জুলাই শুক্রবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়...

সংসদ নির্বাচন সহায়তায় ইসিকে ২০ লাখ ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘ...