ঈদকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। বলতে গেলে এখন গ্রামীণ অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। প্রবাসীদের প্রচুর রেমিটেন্স এসেছে স্বজনদের কাছে। এর ফলে ঈদকে ঘিরে পুরো চট্টগ্রামে এখন একটি চাঙ্গা ভাব বিরাজ করছে। এতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে গতিশীল করেছে। রমজানের প্রথম দশ দিন শেষ হয়েছে। রোজা ও ঈদকে কেন্দ্র করে বাজারে টাকার প্রবাহ বেড়েছে।
শহরের পাশপাশি গ্রামীন জনপদ গুলেরাতে ঈদ বাজার বেশ জমে উঠেছে। অনেকদিন পর গ্রামের হাট-বাজার থেকে থেকে শুরু করে উপজেলা সদরের ছোট ছোট মার্কেট-দোকান গুলো কেনাকাটায় বেশ সরগরম হয়ে উঠেছে।
চট্টগ্রামের বিভিন্ন উপজলা সদর ঘুরে দেখা গেছে, বিশেষ করে পটিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ড, মিরসরাই, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, কর্ণফুলী, আনোয়ারা উপজেলায় রোজা শুরুর সর্বত্র ইফতার ও সেহরির বাজার, ঈদের জামা থেকে শুরু করে জুতো পর্যন্ত নানা পণ্যের জমজমাট ব্যবসা চলছে। ঈদকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অনেকটা থমকে থাকা গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা ভাব পরিলক্ষিত হতে শুরু করেছে।
আনোয়া্রা উপজেলা সদরের ব্যবসায়ী আবদুর রহীম বলেন, থানা সদর এবং গ্রামের বাজারগুলোতে লোকজনের উপস্থিতি এবং দোকানে দোকানে বেচাবিক্রি বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারগুলো সরগরম থাকছে। কেউ কেউ ইফতারের আগে ঈদ শপিং সেরে ঘরে ফিরলেও কেউ কেউ তারাবির নামাজ পড়ে বের হন। ফিরেন সেহরির সময়। এতে করে সকাল থেকে সেহরি পর্যন্ত ২০ ঘণ্টার বেশি সময় দোকানপাট খোলা থাকছে, চলছে ব্যবসা।
অর্থনীতিবিদদের মতে, প্রচুর ক্রেতা বাজারে যাওয়া–আসায় ব্যবহার করছেন নানা পরিবহন; যা পরিবহন খাতে গতি এনেছে। ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, কাপড় চোপড়সহ উপহার সামগ্রী বিক্রি এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ায় ব্যবহৃত হচ্ছে পরিবহন। বেড়েছে জ্বালানির ব্যবহার। সবকিছু মিলে বাজারে টাকার যোগান বেড়েছে। প্রচুর টাকা হাতবদল হচ্ছে। এটা গ্রামীণ অর্থনীতিতে গতি এনেছে।
চট্টগ্রাম বিভাগের গ্রামীণ অর্থনীতি অনেকটা কৃষি, চাকরি এবং রেমিটেন্স নির্ভর। আর উপরোক্ত প্রত্যেকটি খাতে ঈদের সরাসরি ইতিবাচক প্রভাব রয়েছে। যারা চাকরি করছেন তারা ঈদ বোনাস পাবেন। কৃষিতে শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূলের ফলন ফলেছে। যা বিক্রি করে কৃষকের হাতে টাকা আসছে। যে টাকা হাত ঘুরে রোজা এবং ঈদের বাজারে খরচ হচ্ছে।
চট্টগ্রাম বিভাগের গ্রামীণ অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বৈধভাবে বসবাস করেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের নাগরিকের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যে জানা গেছে। দেশের প্রবাসী পরিবারের অন্তত ৩৫ শতাংশের বসবাস চট্টগ্রাম বিভাগে। যাদের কাছে প্রবাসীরা নিয়মিত টাকা পাঠান। ঈদকে সামনে রেখে টাকা পাঠানোর হার বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকরা জানিয়েছেন। তারা বলেন, প্রবাসীরা প্রচুর টাকা পাঠাচ্ছেন। এখান পরিবার পরিজন তা তুলে কেনাকাটা করছেন। যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে। গত বছর ঈদ–রোজায় দেশে ২৬ হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছিল। এবার এর পরিমাণ আরো বাড়বে বলে আশা করছেন রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। তারা বলেন, রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/