চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু তাহেরের পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১ মার্চ, বিকাল ৩ টায় নগরীর পাহাড়তলী, আকবর শাহ্, খুলশী, বায়েজিদ ও বাকলিয়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, নগর জাতীয় পার্টির সহ-সভাপতি ওসমান খান, তরুণ পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর সাংস্কৃতিক পার্টির সভাপতি হাজী বাবুল আহমেদ, নগর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, নগর শ্রমিক পার্টির নেতা হাজী আলী আকবর, জাপা নেতা জসিম উদ্দিন, মোস্তফা মিয়া, জাতীয় যুব সংহতি মহানগর সংগঠক এ জেড এম রমজু, মকসুদুল হক, শহীদুল আলম, নীল কমল সুশীল, আমিন জুটমিল শ্রমিক পার্টির সভাপতি মোঃ সেলিম, শ্রমিক নেতা আব্দুল মোতালেব, মোঃ হোসেন, মহিলা নেত্রী আরজু বেগম, রাজিয়া সুলতানা, রুবি আক্তার প্রমুখ।
এসময় বক্তারা পবিত্র রমজানের রহমত, মাগফেরাত ও নাজাতের ফজিলত হাছিলের জন্য অসহায় মানুষের ইফতার সামগ্রী বিতরণের মত মহতী উদ্যোগ গ্রহণ করে সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম নিউজ/ এসডি/