নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ ছিলেন না।
নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে ৩ নম্বর রোডে শেখ ভিলার ৪র্থ তলায় থাকেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা মো. জামাল উদ্দিন।
মো. জামাল উদ্দিন বলেন, ঈফতারের পর তিনি তারাবির নামাজ পড়বে বের হন। এর একটু আগে তার স্ত্রী ও মেয়ে জামালখান তার আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারাবির নামাজ শেষে জামাল উদ্দিন বাসায় এসে দেখেন তার বাসার তালা ভাঙ্গা। তিনি তার স্ত্রীকে ফোন দেন। তারা বাসায় এসেছেন কিনা জানতে চান। এরপর ভেতরে ঢুকে দেখেন আলমিরা ভাঙ্গা।
এসময় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ থানায় গিয়ে অভিযোগ দিতে বলেন।
জামাল উদ্দিন রাত ১২ টার দিকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়ার পর চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন তার টিম নিয়ে ঘটনাস্থলে যান।
জামাল উদ্দিন চট্টগ্রাম ওয়াসার ইঞ্জিনিয়ার বলে জানা গেলেও তিনি আজাদীকে বলেন, আমি ইঞ্জিনিয়ার নই। আমি অফিস সহকারী।
চুরি করে কি কি নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ৩ ভরি স্বর্ন এবং সামান্য কিছু টাকা নিয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তার বাসা থেকে ২০ ভরি স্বর্ণ ও কয়েক লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
চট্টগ্রাম নিউজ / এসডি