চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে ৯ম রমজানে গণইফতারের আয়োজন করেছে। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণ-ইফতার অনুষ্ঠিত হয়।
প্রাচ্যের ঐতিহ্যের আলোকে আয়োজিত এ ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ফটোগ্রাফি প্রশাসক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল হক, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, হারাম-হালাল, জায়েজ-নাজায়েজের পার্থক্য বুঝে নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন
এদিকে, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, আমাদের পূর্বের ইফতারের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। স্বাধীনভাবে ইফতার করতে পারার এই সুযোগ আমাদের বড় প্রাপ্তি।
ইফতারের আয়োজনের জন্য ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের এমন সুন্দর আয়োজনে আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফটোগ্রাফি প্রশাসক ড. মুহাম্মদ শহিদুল হকের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গণ-ইফতারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম নিউজ / এসডি