কর্ণফুলীতে রাস্তা ও ফুটপাত দখল করে গরু জবাই করে বিরিয়ানি বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
অভিযানে আকাশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা এবং কর্ণফুলী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার ব্যবহারের দায়ে মেসার্স আলম এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালীন দোকানদাররা নিয়ম মানলেও ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরই পুনরায় রাস্তা দখল করে ব্যবসা শুরু হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
আর এইচ/