আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আসন্ন বসন্তবরণ ও মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের সাম্রাজ্য হিসেবে পরিচিত চকরিয়া উপজেলার বরইতলির ফুলচাষীরা ব্যস্ত সময় পার করছেন।
বিভিন্ন বসন্ত উৎসব ও একশে ফেব্রুয়ারিকে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত রয়েছেন তারা।বরইতলিতে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ,গ্লাডিওলাস,রজনীগন্ধা এবং ফলনও হয়েছে বেশ।
বাগান থেকে একটি গোলাপ বিক্রি হচ্ছে ৫ টাকায় যা গত বছরের তুলনায় ১০টাকা কম।গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ১০টাকায়। যা গত বছরের তুলনায় ১০টাকা কম বলে অভিযোগ করেছেন ফুলচাষীরা।চলতি বছর ফুল চাষ হয়েছে ৫০একর জমিতে।এসব ফুল কক্সবাজার,চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় বলে জানায় ফুল চাষীরা।তারা জানায় ফুলের নায্য দাম না পাওয়ায় অনেক টাকার লোকসান হবে।
এদিকে ক্ষেতে মুগ্ধকর দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন ফুলমেপ্রমিরা।তারা কেউ কেউ কিনছেন ফুল।কেউবা ছবি তুলছেন।
বরইতলি গোলাপ চাষী সমিতির সভাপতি মঈনুল ইসলাম জানায়, এই বছর তিন দিবসকে ঘিরে ৫০লাখ টাকার ফুল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে গত বছর তিন দিবসে ফুল বিক্রি হয়েছে ১কোটি টাকার।চলতি বছর দেশের নির্বাচিত সরকার না থাকায় ফুলের নায্য দাম পাচ্ছেনা বলে জানান তিনি। তবে দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।
আর এইচ/