কক্সবাজারের চকরিয়ায় ১৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের স্বাক্ষরিত পজ্ঞাপনের মাধ্যমে ১৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। উক্ত ইউপি গুলোতে ক্রমান্বয়ে ৪টি পজ্ঞাপন বা চিঠির মাধ্যমে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
১৬ ইউপিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ হলেন যথাক্রমে বদরখালী ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাকারা ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম(প্যানেল চেয়ারম্যান-২), সুরাজপুর-মানিকপুর ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি), চিরিংগা ইউপিতে প্রশাসক চকরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ডুলাহাজারা ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু(প্যানেল চেয়ারম্যান-২), কোনাখালী ইউপিতে চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ফাঁসিয়াখালী ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি), লক্ষ্যারচর ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি), ভেওলা মানিকচর ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন মানিক(প্যানেল চেয়ারম্যান-১), পশ্চিম বড় ভেওলা ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাহারবিল ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, হারবাং ইউপিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢেমুশিয়া ইউপিতে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৈয়ারবিল ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি), পূর্ব বড় ভেওলা ইউপিতে প্রশাসক চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ও বমু বিলছড়ি ইউপিতে প্রশাসক মেরিন ফিশারিজ অফিসার চকরিয়া।
জেলা প্রশাসকের স্বাক্ষর করা পজ্ঞাপন বা চিঠিতে বলা হয়েছে উক্ত ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে তাই বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ১৬টি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনূকূলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
উল্লেখ্য, চকরিয়া উপজেলায় মোট ১৮ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৬ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আর এইচ/