বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।এ বিষয়ে বান্দরবান সদর থানায় গতকাল একটি জিডি হয়েছে বলে নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুদ পারভেজ।
এ বিষয়ে ওসি মাসুদ পারভেজ আরো জানান গতকাল (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে অজ্ঞাত ব্যাক্তির মোবাইল থেকে চাঁদা দাবী করে চেয়ারম্যান কে ফোন করা হয়,এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অজ্ঞাত ব্যাক্তি প্রাণ নাশের হুমকি দেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে,এসময় তিনি জেলা সদরের থানচি বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন।
ওসি মাসুদ পারভেজ জানান যে মোবাইল নাম্বার ব্যাবহার করে চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে সেটা সনাক্তের কাজ চলছে।
প্রসঙ্গত চলতি বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, পরবর্তীতে একে একে দেশ ত্যাগ করেন আওয়ামী সরকারের মন্ত্রী পরিষদের প্রায় অধিকাংশ সদস্য।
আওয়ামীলীগের পতনের পর বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা আত্মগোপনে চলে যান,এতে প্রায় অকার্যকর হয়ে যায় জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বিভাগ গুলো।
চলমান সমস্যা নিরসনে চলতি বছরের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে তিন পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দয়ে হয়।
এতে অধ্যাপক থানজামা লুসাইয়ের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে।
এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সকারের আমলে অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।