শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে: জামায়াতের আমির

চট্টগ্রাম নিউজ:

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন , এ দেশের যুব-যুবতীরা সার্টিফিকেট নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু তাঁরা চাকরি পায় না। আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শিক্ষার কোনো মান নেই। শিক্ষাব্যবস্থা দিয়েই আমরা শুরু করব। আমরা এমন শিক্ষাব্যবস্থা উপহার দিতে চাই, যেখানে প্রত্যেকে কর্মী হয়ে উঠবেন।’

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির গোলাম রসূল। সকাল আটটা থেকে যশোর ও আশপাশের জেলা ও উপজেলা থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সম্মেলন স্থলে জমায়েত হতে শুরু করেন।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আপনারা পাশে থাকলে চাঁদাবাজ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ হবে। এর জন্য প্রথমত আপনাদের ভালোবাসা, দ্বিতীয়ত সমর্থন, তৃতীয়ত আপনাদের পাশে পেতে চাই।’

সংখ্যালঘু প্রশ্নে জামায়াতের আমির বলেন, ‘আমরা মেজোরিটি নই, মাইনোরিটিও নই। আমরা সবাই এ দেশের নাগরিক। সংখ্যালঘু সংখ্যালঘু কিসের, সংবিধান সবার সমান অধিকার দিয়েছে।’ মামলা করার বিষয়ে জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, ‘এখন দেখছি একটি মামলায় ৫০০–৭০০ জনকে আসামি করা হচ্ছে। প্রকৃত দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু মেহেরবানি করে কেউ কোনো নিরীহ মানুষকে মামলায় আসামি করবেন না।’

যশোর জেলার উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘ব্রিটিশ আমলের প্রাচীন জেলা যশোর। পুরোনো জেলা হিসেবে যশোরের উন্নয়নের ছোঁয়া লাগেনি। যশোরবাসী ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছে। একটা ভালো পার্ক নেই। উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে মানুষের পা ছুঁয়ে নেয়, ক্ষমতায় গেলে তারা ভুলে যায়। তারা ভাবে পাঁচ বছর পর আবার পা ছুঁয়ে নিলে হয়ে যাবে। মাঝখানে তারা মানুষকে মনে রাখে না। তারা মুক্তিযুদ্ধের পক্ষে–বিপক্ষে আর কত চেতনা বিক্রি করবে? চেতনার বড়ি আর বিক্রি হবে না।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারেক হোসেন, কর্মী পরিষদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক, আজীজুর রহমান, ঝিনাইদহ জেলা আমির আলী আযম, চুয়াডাঙ্গা জেলা আমির রহুল আমীন, মাগুরা জেলা আমির এম বি বাকের, নড়াইল জেলা আমির আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক প্রমুখ।

এদিকে জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আসা মিছিল থেকে প্রেসক্লাবের সাইনবোর্ড, সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ কয়েকটি প্রতিষ্ঠানের সাইন বোর্ড নষ্ট করা হয়েছে। ওই সাইড বোর্ডে ‘মুজিব সড়ক’ লেখা ছিল। প্রেসক্লাব সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এই প্রতিষ্ঠানগুলো অবস্থিত। সাইনবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকায় জামায়াতের কর্মী–সমর্থকেরা ‘মুজিব’ লেখা অংশ কেটে নিয়ে গেছেন।

এ বিষয়ে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, ‘এটা আমার নলেজে নেই। এমনটা তো হওয়ার কথা না; এমন কোনো নির্দেশনাও ছিল না। শেখ মুজিবের নাম থাকতেই পারে; তাই বলে তো কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমনটা হলে যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জামায়াতে ইসলামী একটি মানবিক কাফেলা: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম...

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের...

দ্রুত ভূমি কমিশন কার্যকর করা হবে-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় ভূমির জটিলতা নিরসনে ভূমি কমিশন...

প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি: আসিফ নজরুল

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ...

আগামীতে জনগণ নির্ভয়ে রাত নয়, দিনের আলোতে ভোট দিবে

২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয়...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ , আহত ১২

চট্টগ্রামের বায়েজিদে গ্রীন লাইনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে...

আরও পড়ুন

জামায়াতে ইসলামী একটি মানবিক কাফেলা: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল...

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে- এমন মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, “সংস্কার...

দ্রুত ভূমি কমিশন কার্যকর করা হবে-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় ভূমির জটিলতা নিরসনে ভূমি কমিশন কার্যকর করার জন্য ইতি মধ্যে তিন মাস আগে ভূমি কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো...

প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি: আসিফ নজরুল

পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ বেশ পুরনো। তবে দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ দিতে...