বাংলাদেশ রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীনকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসলামকে (চলতি দায়িত্ব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) পদে বদলি করা হয়েছে।
ভিন্ন এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন সরকারকে চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডা. এসএম মারফুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
আর এইচ/