সম্প্রতি পার্বত্য বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইসলামী জঙ্গী কার্যকলাপের সাথে বান্দরবান পার্বত্য জেলার ম্রো,লুসাই,খুমী,খিয়াং এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর নাম জড়িত করার প্রতিবাদে বান্দরবান শান্তি প্রিয় জনসাধারণের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে লাুসাই,খুমী,খিয়াং, এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর প্রতিনিধি গণ।
বুধবার ২৮শে ডিসেম্বর সকালে জেলা সদরের টাউন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য বান্দরবান ১২ টি জাতিগোষ্ঠী সম্প্রতি বজায় রেখে দীর্ঘদিন শান্তিপ্রিয় সহ অবস্থানে বসবাস করে আসছে।
১৩ হাজার বম জনগোষ্ঠীর সকলেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না,যাদের মধ্যে দেশ প্রেম নেই,যারা বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে চাইছে মূলত তারাই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
বক্তারা কুকি-চিন এর সকল আন্দোলন কে অগণতান্ত্রিক আক্ষা দিয়ে বলেন বান্দরবানে কুকু চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কর্মকাণ্ডের সাথে কোন ভাবেই ম্রো,লুসাই,খুমী,খিয়াং এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর কোন সম্পৃক্ততা নেই।
তারা বলেন অবিলম্বে এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসে গনতান্ত্রিক পন্থায় অধিকার আদায়ে আন্দোলন করার পথ বেছে নিন।
সংবাদ সম্মেলনে ৫ জাতিগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর থানজাম লুসাই,জেলা পরিষদের সদস্য সি ইয়াং খুমী,খামলাই ম্রো,সিং ইয়াং ম্রো,ম্রাসা খেয়াং,বাচ্চা খেয়াং,লেলুং খুমী সহ সংবাদ সম্মেলনে আগত বিশিষ্ট জন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারী মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।