মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২২ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের প্রতি পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছেন মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’ ৭১ এর নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিকাল ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দরা বলেন, এই বিজয়ের মাসে আমরা প্রতি বছর মুক্তিযুদ্ধের গৌরবের দিনগুলোর কথা স্মরণ করি, এর পুনরাবৃত্তি প্রয়োজন রয়েছে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখতে পারে। কি লক্ষ্য নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধের এই গৌরব গাঁথার মূল নায়ক যে জনগণ তা প্রতি প্রজন্মকে জানাতে হবে। সবার উপরে জনগণকে আবার উদ্বুদ্ধ করতে হবে। যাতে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ সুফলা বাংলাদেশ গঠনে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ রূপায়নের রূপরেখা সফল ও বাস্তবমুখী করতে পারে এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সভাপতি জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কে.এম রাজীব’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান সজল চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, এড. নিলু কান্তি নিল মনি, বি.কে দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান ফরহাদ, মোঃ ইলিয়াস, মোঃ আরাফাত রহমান কচি, সাংস্কৃতিক সম্পাদক সজল দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন চৌধুরী, নাসরিন সুলতানা তমা, শিলা বৃষ্টি, সোমা মুৎসুদ্দী, রুপন চৌধুরী ও রতন ঘোষ।