কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় হ্রদে সমুদ্রের পানির প্রবেশ ঠেকাতে বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিট বন্ধ করে দিয়েছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎ উৎপাদন ১৫৫ মেগাওয়াট থেকে নেমে এসেছে ৪৫ মেগাওয়াটে ।
সোমবার ২৮ নভেম্বর সকালে কাপ্তাই হ্রদে পানি ছিল ৮৯.৯৬ এমএসএল যা স্বাভাবিক সময়ে থাকে ১০৬ এমএসএল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বৃষ্টি কম হওয়ায় এবং উজানের ঢল কম নামায় বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে ৮৯.৯৬ এমএসএল এ নেমে আসে পানির লেভেল। এতে বিদ্যুৎ কেন্দ্রে চালু থাকা ৪ টি ইউনিটে গত সপ্তাহে ১৫০-১৫৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হলেও ২০ নভেম্বর থেকে তা কমতে থাকে। বর্তমানে চালু থাকা একমাত্র ২ নং ইউনিটের মাধ্যমে ৪৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করছে বিদ্যুৎকেন্দ্রটি।
এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন বলেন, হ্রদে পানি বৃদ্ধি না পাওয়ায় এবং বিদ্যুৎ কেন্দ্রর এতদিন স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করায় হ্রদের পানির লেভেল ৮৯.৯৬ এমএসএল নেমে এসেছে। অন্যবছর গুলোতে এই সময় হ্রদে ১০৬ এমএসএল পানি থাকায় তখন আমরা কেন্দ্রের ৪টি ইউনিট চালু রেখেছিলাম। কিন্তু চলতি বছরে পানির লেভেল ৯০ এমএসএলের নিচে নেমে গেছে। যার কারণে সমুদ্রের পানি হ্রদে প্রবেশ ঠেকাতে এবং মিঠাপানি প্রবাহ স্বাভাবিক রাখতে ২০ নভেম্বর থেকে ৩,৪ ও ৫ নম্বর ইউনিটগুলো পর্যায় ক্রমে বন্ধ রাখা হয়েছে, বর্তমানে চালু থাকা ২ নং হতে ৪৫ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ২৪০ মেগাওয়ার্ড বিদ্যুৎ উদপাদন ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্রটিতে ৫টি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ক্রটির কারণে আগে থেকেই বন্ধ। বাকি চারটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।