Monday, 18 November 2024

সবাইকে ‘গলুই’ ছবিটি দেখার আমন্ত্রণ জানালেন শাকিব খান

বিনোদন ডেস্ক

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এ সিনেমাটিতে শাকিব প্রথমবারের জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে। শুধু তাই নয়, দীর্ঘ ক্যারিয়ারে এটিই শাকিব অভিনতী প্রথম সরকারি অনুদানের সিনেমা।

সদ্য মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ ভিন্নমত পোষণ করলেও শাকিব বলছেন অন্য কথা। সবাইকে আমন্ত্রণ জানালেন ছবিটি দেখার।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লিখেন, বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনেরা বলেন, ‘সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

তিনি আরও লিখেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিল হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে এই সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোম্যান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।

সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে ‘গলুই’-এ কাজ করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারী অনুদানের হলেও এটি পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সবশ্রেণির দর্শক ‘গলুই’ এর সঙ্গে থাকবেন।

একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রয়োজনে সব ধরনের কাজে নিজেকে যুক্ত করতে হয়। আমারও তাই চাওয়া – মৌলিক গল্পের ‘গলুই’ সিনেমা প্রেমীরা সাদরে গ্রহণ করুক।

সবাইকে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়ে এ নায়ক লিখেন, ‘গলুই’- এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের ইতিবাচক মন্তব্যে আমি অভিভূত। ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা। তাই আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার পরিজন সবাইকে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, পরিবার পরিজন নিয়ে ঈদে সিনেমাহলে গিয়ে ‘গলুই’ দেখার পর আপনারাও অভিভূত হবেন।

সর্বশেষ

ইমরুল কায়েসের ‘ফুল এনার্জি’ টি-টোয়েন্টি আর ওয়ানডেতে

প্রায় দুই দশকের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন...

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ১৮ জন উপজাতি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া সিরাতুল মোস্তাকিম...

পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়া হলো না অবিনাশের 

বাঁশখালীতে  অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নাম...

কর্ণফুলীতে শর্টসার্কিটের আগুনে দুই সহোদরের দোকান পুড়ে ছাই

কর্ণফুলী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ভস্মিভূত হয়েছে দুটি দোকান...

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ: জাকের-মাহিদুলের দৃঢ় ব্যাটিং, হাসানের দুর্দান্ত সূচনা

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ভালোভাবেই...

মানবতাবিরোধী অপরাধ: আট মন্ত্রীসহ ১৩ জন ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে গাছের ধাক্কায় চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছেন।আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনায়...

তারকাবহুল ধারাবাহিক ‘হাউজ হাজবেন্ড’ 

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির...

কমলার হালুয়া যেভাবে বানাবেন, দেখে নিন

কমলালেবু খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে মেলা ভার। স্বাদে তো বটেই, কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি। স্বাদে বৈচিত্র্য আনতে মিষ্টি এবং রসালো ফলটি...

সাজেক পর্যটন কেন্দ্র খুলছে আজ 

দীর্ঘ এক মাস ১২ দিন পর আজ  মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন কেন্দ্রগুলো।গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা...