কর্ণফুলীর এক ভাড়া বাসার দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে দাঁড়িয়ে স্বজনরা বারবার ডাকলেও কোনো সাড়া নেই। অবশেষে টিন কেটে ভেতরে ঢুকতেই এক কক্ষে গলাকাটা অবস্থায় পড়ে আছে ১৮ বছরের তরুণী রেশমা আক্তারের লাশ, আরেক কক্ষে টিনে ঝুলছে তার স্বামী মোহাম্মদ ইব্রাহিম (১৯)। বেঁচে আছে শুধু তাদের ৮ মাস বয়সী অবুঝ শিশুটি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডে সবুজ এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রেশমা নোয়াখালীর মাইজদী এলাকার মৃত ইউসুফের মেয়ে। ২০২৪ সালে প্রেমের সম্পর্কের সূত্রে সিলেটের ইব্রাহিমকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় এক কন্যা সন্তান।
গত ২০ আগস্ট স্বামী-সন্তানকে নিয়ে বেড়াতে এসেছিলেন রেশমা তার ফুফি পিয়ারা বেগমের ভাড়া বাসায়। ১৩ দিন পর সেই বাড়িতেই মিলল তার নিথর দেহ।
ফুফি পিয়ারা বেগম বলেন, “আমরা স্বামী-স্ত্রী চাকরিতে থাকি। প্রতিদিনের মতো সেদিনও সকালে কাজে বের হয়েছিলাম। সন্ধ্যায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পাই। পরে টিন কেটে ঢুকে দেখি ইব্রাহিম ঝুলছে, আর রেশমার লাশ পড়ে আছে।”
পিয়ারা বেগমের স্বামী সবুজ জানান, “তাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতে দেখিনি। হঠাৎ কী কারণে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত স্বামীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আর এইচ/