খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মো. হোসেন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ভিকটিম গৃহবধূকে উত্যক্ত করে আসছিল হোসেন মিয়া। গতকাল সকালে বসতবাড়িতে একা পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/