হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরামের কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) এর নবনির্বাচিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বেলা ৩ টা থেকে হাটহাজারী আল-আমিন হাশেমী’র ৩য় তলায় ফোরামের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগ ১৯-২০ সেশনের শিক্ষার্থী রিফাত হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগ ১৯-২০ সেশনের শিক্ষার্থী এম ফয়সাল আহমদ। এছাড়া, পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগ ২১-২২ সেশনের শিক্ষার্থী জাহেদুল ইসলাম সাকিব।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তাদের বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকরী পরিকল্পনার মাধ্যমে ফোরামকে আরও গতিশীল করবে বলে আশা রাখি । আরএইচ/