সারাদেশে ধর্ষণ ও শিশু নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার ৮ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজার নেতৃত্বে ব্যতিক্রমী এই কর্মসূচি করা হয়।
এসময় সারাদেশে ধর্ষণ ও শিশু নিপীড়নের প্রতিবাদে নানান শ্লোগানসহ ফেস্টুন ও মোমবাতি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের বিচারের জোর দাবি জানিয়ে সরকারকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহব্বায়ক, মুমতাহিনা পিয়া, সংগঠক নুসরাত জাহান, সদস্য সচিব নিজাম উদ্দিন, দক্ষিণ জেলার মুখ্য সংগঠক প্রান্ত বরুয়াসহ অন্যান্যরা।
চট্টগ্রাম নিউজ / এসডি/